হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ব্যাটারিচালিত ইজিবাইকের শোরুমে বিস্ফোরণ, আহত ১৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বিস্ফোরণে শোরুমটিসহ আশপাশের দুটি ভবনের দেয়াল ধসে পড়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে ৷ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন সিরাজুল হক, তাঁর স্ত্রী রোকসানা বেগম, তাঁদের ছেলে সুমন হক, মাসুদ হক ও রাসেল হক, মাসুদের স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, আবু সুফিয়ান, আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক, আরফান ও নির্মাণশ্রমিক পল্টু। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় মুসকান মোটরস অটোরিকশা বিক্রি করত। প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি আছে ৷ ধারণা করা হচ্ছে, ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে মুসকান মোটরস নামে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে দোকানসহ পাশের একটি টিনের আধাপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাচ।

বিস্ফোরণের বিষয়ে শোরুম মালিক স্বপন বলেন, ‘আমি রিকশার পার্টস বিদেশ থেকে এনে এখানে জোড়া দিয়ে বিক্রি করি ৷ কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা আমি জানি না।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট