হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ব্যাটারিচালিত ইজিবাইকের শোরুমে বিস্ফোরণ, আহত ১৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বিস্ফোরণে শোরুমটিসহ আশপাশের দুটি ভবনের দেয়াল ধসে পড়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে ৷ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন সিরাজুল হক, তাঁর স্ত্রী রোকসানা বেগম, তাঁদের ছেলে সুমন হক, মাসুদ হক ও রাসেল হক, মাসুদের স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, আবু সুফিয়ান, আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক, আরফান ও নির্মাণশ্রমিক পল্টু। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় মুসকান মোটরস অটোরিকশা বিক্রি করত। প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি আছে ৷ ধারণা করা হচ্ছে, ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে মুসকান মোটরস নামে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে দোকানসহ পাশের একটি টিনের আধাপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাচ।

বিস্ফোরণের বিষয়ে শোরুম মালিক স্বপন বলেন, ‘আমি রিকশার পার্টস বিদেশ থেকে এনে এখানে জোড়া দিয়ে বিক্রি করি ৷ কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা আমি জানি না।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯