হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গা জ্বালাপোড়া করলেই পুকুরে নামতেন ক্যানসার আক্রান্ত রোগী, পুকুরেই মিলল লাশ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পুকুর থেকে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা শহরের হাশমত উদ্দিন উচ্চবিদালয়ের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া। তিনি জেলা শহরের নগুয়া বটতলা এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শরীর জ্বালাপোড়া করার কারণে প্রায়ই পুকুরে এসে শরীর ভেজাতেন। ৮ জুন তিনি বাসা থেকে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি।

বাচ্চু মিয়ার ছেলে লোকমান জানান, বাচ্চু মিয়া পরিবার নিয়ে ৩০ বছর যাবৎ নগুয়া বটতলায় ভাড়া থাকতেন। তিনি জীবিকা নির্বাহের জন‍্য মৌসুমি ফল ও সবজির ব্যবসা করতেন। ব্লাড কানসার আক্রান্ত থাকায় তিন–চার বছর যাবৎ বাসাতেই থাকতেন। তিনি প্রায়ই এলাকার বিভিন্ন পুকুরের পাড়ে বসে থাকতেন। জ্বালাপোড়া বাড়লে শরীর ভেজাতেন পুকুরের পানিতে।

এলাকাবাসী জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায়, উন্নত চিকিৎসা নিতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন