হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গা জ্বালাপোড়া করলেই পুকুরে নামতেন ক্যানসার আক্রান্ত রোগী, পুকুরেই মিলল লাশ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পুকুর থেকে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা শহরের হাশমত উদ্দিন উচ্চবিদালয়ের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া। তিনি জেলা শহরের নগুয়া বটতলা এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শরীর জ্বালাপোড়া করার কারণে প্রায়ই পুকুরে এসে শরীর ভেজাতেন। ৮ জুন তিনি বাসা থেকে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি।

বাচ্চু মিয়ার ছেলে লোকমান জানান, বাচ্চু মিয়া পরিবার নিয়ে ৩০ বছর যাবৎ নগুয়া বটতলায় ভাড়া থাকতেন। তিনি জীবিকা নির্বাহের জন‍্য মৌসুমি ফল ও সবজির ব্যবসা করতেন। ব্লাড কানসার আক্রান্ত থাকায় তিন–চার বছর যাবৎ বাসাতেই থাকতেন। তিনি প্রায়ই এলাকার বিভিন্ন পুকুরের পাড়ে বসে থাকতেন। জ্বালাপোড়া বাড়লে শরীর ভেজাতেন পুকুরের পানিতে।

এলাকাবাসী জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায়, উন্নত চিকিৎসা নিতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার