ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক মো. রিজবী জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণের কারণে ডিএনসিসি এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর অফিস আদেশ মোতাবেক ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২-এর আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক মো. রিজবী জামানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছেন। অফিস আদেশ অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন তিনি শুধু বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।