হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বালু লুট নিয়ে জলদস্যু ও গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও জলদস্যুদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন শাকিল (২৭), নুরে আলম (২৮), আরিফ ব্যাপারী (৩০) ও জামাল ঢালী (৪৬)। তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জামাল ঢালী জানান, বিকেল ৫টার দিকে ড্রেজারের মাধ্যমে কালীরচর গ্রাম ঘেঁষে মেঘনা নদীতে বালু উত্তোলন করছিল জলদস্যুরা। বিষয়টি দেখে গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাদের বাধা দেয়। এ সময় জলদস্যু কিবরিয়া মিজি বাহিনীর সদস্যরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বালু তোলার কাজে ব্যবহৃত ড্রেজার ফেলে পালিয়ে যান শ্রমিকেরা।

অভিযোগের বিষয়ে জানতে কিবরিয়া মিজির মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সদর উপজেলার মেঘনাতীরের চর আবদুল্লাহ নৌ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক নৌ ফাঁড়ি পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে যায়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে