হোম > সারা দেশ > রাজবাড়ী

বেআইনিভাবে জমির দলিল রেজিস্ট্রি, রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ১৯৭২ সালে খালেক মৃধা বড় নুরপুর এলাকায় ৪২ শতাংশ জমি কেনেন। ২০১৮ সালে একই এলাকার আব্দুল আলিম জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবের যোগসাজশে ওই জমি অন্য চার ব্যক্তির কাছে বিক্রি করেন। একই সঙ্গে আব্দুল আলিম ওই জমিতে ১৪৪ ধারা জারি চেয়ে আদালতে মামলা করেন।

একদিন খালেক মৃধা জমিতে কাজ করতে গেলে বাধা দেন চার ক্রেতা। ওই সময় তিনি তাঁর জমি বিক্রির বিষয়টি জানতে পেরে রাজবাড়ীর আদালতে মামলা করেন। মামলায় মজিবর রহমান, আব্দুল বারেক, ইউসুফ, হাসনা, আব্দুল আলিম, জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবসহ ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর কার্যালয়কে তদন্তভার দেন।

দুদকের আইনজীবী বিজন কুমার বোস বলেন, পদের অপব্যবহার করে অন্যকে অনৈতিক সুবিধা দেওয়ার মামলা দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পায়। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। আজ সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেটা: বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু