হোম > সারা দেশ > টাঙ্গাইল

কৃষি জমির ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইল সখীপুর উপজেলায় কৃষিজমিতে শত বছরের পুরোনো ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে সড়ক নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 
 
মানববন্ধনে অবিলম্বে বন্ধ করে দেওয়া ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই গ্রামের জামে মসজিদের সভাপতি জামাল সিকদার, ইউপি সদস্য কিসমত আলী, দাড়িপাকা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমান, কৃষক শামসুল হক, মুক্তার আলীসহ প্রমুখ। 
 
এ সময় বক্তারা বলেন, বন্ধ হওয়া ড্রেনেজ ব্যবস্থা চালু না করা হলে প্রায় ৬ একর জমির আবাদ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 

উল্লেখ্য, উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বেলতলী বাজার সড়ক সংযোগ রাস্তাটি প্রশস্ত করেন ওই গ্রামের জাহাঙ্গীর আলম। গত এক সপ্তাহ আগে জমিতে সেচ দেওয়ার ড্রেনেজ ব্যবস্থা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করার অভিযোগে স্থানীয় মুক্তার আলী প্রায় ২৫০ মিটার রাস্তার একপাশ কেটে ফেলেন। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ