হোম > সারা দেশ > টাঙ্গাইল

কৃষি জমির ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইল সখীপুর উপজেলায় কৃষিজমিতে শত বছরের পুরোনো ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে সড়ক নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 
 
মানববন্ধনে অবিলম্বে বন্ধ করে দেওয়া ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই গ্রামের জামে মসজিদের সভাপতি জামাল সিকদার, ইউপি সদস্য কিসমত আলী, দাড়িপাকা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমান, কৃষক শামসুল হক, মুক্তার আলীসহ প্রমুখ। 
 
এ সময় বক্তারা বলেন, বন্ধ হওয়া ড্রেনেজ ব্যবস্থা চালু না করা হলে প্রায় ৬ একর জমির আবাদ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 

উল্লেখ্য, উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বেলতলী বাজার সড়ক সংযোগ রাস্তাটি প্রশস্ত করেন ওই গ্রামের জাহাঙ্গীর আলম। গত এক সপ্তাহ আগে জমিতে সেচ দেওয়ার ড্রেনেজ ব্যবস্থা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করার অভিযোগে স্থানীয় মুক্তার আলী প্রায় ২৫০ মিটার রাস্তার একপাশ কেটে ফেলেন। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি