আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নিয়ন্ত্রণাধীন এলাকায় বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট থেকে শনিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।
ডেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি উন্নয়ন কার্যক্রমের জন্য এই সময়ে মিটারে রিচার্জ সেবা বন্ধ থাকবে। উক্ত সময়ের মধ্যে সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। ডেসকোর ওয়েবসাইটে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
এ ছাড়া, যেকোনো প্রয়োজনে ডেসকোর কল সেন্টারের ১৬১২০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মিটার ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে ডেসকোর পক্ষ থেকে।