হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কদমতলীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলী রায়েরবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে রাজু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কদমতলী রায়েরবাগ পুলিশ ফাঁড়ির পাশে নির্মাণাধীন আটতলা ভবনের নিচতলায় ঘটনাটি ঘটে। 

রাজুর বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগধন গ্রামে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। 

এ বিষয়ে রাজুর সহকর্মী জিহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ওই আটতলা ভবনের নিচতলায় কাজ করছিলাম। রাজু নিচতলায় পানির মোটরের লাইন দিতে যায়। বেশ কিছুক্ষণ ধরে ফিরে না আসায় নিচে গিয়ে দেখি রাজু বিদ্যুতের তার ধরে দাঁড়িয়ে আছে। তাকে ধরতে গেলে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কদমতলী থেকে এক শ্রমিককে সহকর্মীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, তিনি বিদ্যুতায়িত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে