গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মিলন (২৭) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ওই সড়কের শিমুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (এসআই) ইমরান তালুকদার।
জানা গেছে, নিহত মিলন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুজ দেওয়া বারবাসিয়া এলাকার মন্ডল হাজরার ছেলে। তিনি নরসিংদী ঘোড়াশাল পৌর এলাকার প্রাণ-আরএফএল কারখানায় কাজ করতেন।
এসআই জানান, ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তিনি টঙ্গী থেকে অটোরিকশায় ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সড়কে অজ্ঞাত কোনো গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক পলাতক রয়েছেন।
এসআই আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত মরদেহ হস্তান্তর করা হয়েছে।