রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় সুজন নামে একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত আনুমানিক ৯টার দিকে উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ওই পিকআপটি (ঢাকা মেট্রো ন- ২০-১৩-২০) আটক করে থানা-পুলিশকে বুঝিয়ে দিয়েছে। তবে ড্রাইভার-হেলপার পালিয়েছে।
জানা গেছে, আহত সুজন র্যাব-১ এ কর্মরত আছেন। তিনি একজন সেনাবাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ।
এ বিষয়ে জসিম উদ্দিনে ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত টিআই মো. ইউনুস মিয়া আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের জসিম উদ্দিন ফ্লাইওভারের মুখে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে চাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি রেকার করে উত্তরা পূর্ব থানার এসআই পলাশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
টিআই ইউনুস মিয়া বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানিয়েছেন-আহত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ওই ব্যক্তির নাম সুজন। তিনি সেনা সদস্য। বর্তমানে র্যাব-১ এ কর্মরত রয়েছেন। তাকে র্যাব-১ এর সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে গেছেন।’
র্যাব-১ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই র্যাব সদস্যকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।