হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় পিকআপের চাপায় র‍্যাব সদস্য গুরুতর আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের চাপায় সুজন নামে একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত আনুমানিক ৯টার দিকে উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ওই পিকআপটি (ঢাকা মেট্রো ন- ২০-১৩-২০) আটক করে থানা-পুলিশকে বুঝিয়ে দিয়েছে। তবে ড্রাইভার-হেলপার পালিয়েছে।

জানা গেছে, আহত সুজন র‍্যাব-১ এ কর্মরত আছেন। তিনি একজন সেনাবাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ।

এ বিষয়ে জসিম উদ্দিনে ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত টিআই মো. ইউনুস মিয়া আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের জসিম উদ্দিন ফ্লাইওভারের মুখে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে চাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি রেকার করে উত্তরা পূর্ব থানার এসআই পলাশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

টিআই ইউনুস মিয়া বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানিয়েছেন-আহত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ওই ব্যক্তির নাম সুজন। তিনি সেনা সদস্য। বর্তমানে র‍্যাব-১ এ কর্মরত রয়েছেন। তাকে র‍্যাব-১ এর সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে গেছেন।’

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই র‍্যাব সদস্যকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা