হোম > সারা দেশ > ঢাকা

ভবনে নিরাপত্তারক্ষীর চাকরি নিয়েছিলেন মামুন, ভবনের ইট পড়েই মারা গেল মেয়ে

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কলাবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পরে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে পুলিশ সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা রহমান জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে কাঁঠালবাগানে ঘটনাস্থালে যাই। পরে শিশুটির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

তিনি জানান, নির্মাণাধীন ভবনের সামনের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় ছয়তলা থেকে মাথায় ইট পড়ে। ঘটনাস্থলেই মারা যায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শিশুটির নাম জান্নাত আক্তার আরিফা (৬)। শিশুটির আরিফার বাবা মো. মামুন জানায়, কলাবাগান কাঁঠালবাগান ২২ /এ নম্বর নির্মাণাধীন ভবনে গত ১ অক্টোবর থেকে নিরাপত্তাকর্মীর চাকরি নেন তিনি। ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন। ভবনটি নয়তলা পর্যন্ত হয়েছে। 

মামুন বলেন, আমার দুই মেয়ের মধ্যে আরিফা বড়। সকালে আরিফাসহ আমরা রুমেই ছিলাম। হঠাৎ আরিফা খেলতে খেলতে ভবনের সামনে যায়। এ সময় ছয়তলা থেকে কয়েকটি ইট ওর মাথায় পড়ে। শব্দ পেয়ে দ্রুত ভবনের সামনে এসে দেখি আমার মেয়ে মারা গেছে! আরিফার মা সাত মাসের অন্তঃসত্ত্বা। সব সময় মেয়েকে দেখে রাখতেন। কিন্তু আজকে কখন যে চোখের আড়ালে বাইরে চলে গেছে বুঝতে পারি নাই। 

মামুন জানান, তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কুড়াইনা গ্রামে। দুই বছর ধরে ঢাকায় আছেন। এর আগে ওই এলাকাতে সবজি বিক্রি করতেন। 

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন