গাজীপুর-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের ক্রেন ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা চৌধুরীবাড়ি এলাকায় বিকেলে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের ডেন্ডিং ক্রেন ছিটকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও কয়েকজন।
বিআরটি প্রকল্পের রফিক এন্টারপ্রাইজের ইকুইপমেন্ট সাপ্লায়ার মোহসিন রেজা জানান, ট্রেলার গাড়ি থেকে এলজি ডেন্ডিং ক্রেন ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা চৌধুরীবাড়ি এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে বিআরটি প্রকল্পের চলমান কাজের ডেন্ডিং ক্রেন ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তবে বিআরটি প্রকল্পের শ্রমিকেরা বাংলাদেশি বলে জানা গেছে।