হোম > সারা দেশ > ঢাকা

নতুন লোগো উন্মোচন করল গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

সময় ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন লোগো উন্মোচন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো লোগোতে কিছু জটিলতা ও সীমাবদ্ধতা থাকায় সম্প্রতি এই পরিবর্তনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়টি।

সৃষ্টিশীলতা, প্রাসঙ্গিকতা ও প্রযুক্তিগত উপযোগিতা সামনে রেখে রং, গাছের প্রতীক, আনুষ্ঠানিক টাইপোগ্রাফি ও ভারসাম্যপূর্ণ নকশার সমন্বয়ে লোগোটি তৈরি করা হয়েছে বলে অনুষ্ঠানে বলা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু চিহ্ন বা প্রতীক নয়, এটি একটি বার্তা; যার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন ঘটে।

গ্রিন ইউনিভার্সিটির পথচলায় নতুন এই লোগো প্রতিষ্ঠানকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে একই দিনে বিশ্বখ্যাত ‌‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং’-এ দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানের বিষয়টি উদ্‌যাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।

বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি, অব.) শেখ মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ