হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে ভুয়া পুলিশ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার এনামুল হক মনির। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে এনামুল হক মনির (৩৫) নামের এক ভূয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উত্তরখানের হযরত শাহ্ কবির (রহ.) মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি জাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মনির নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে বসবাস করেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাজার প্রাঙ্গণ থেকে মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে একটি জাল পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তাঁর নাম এএসআই মনির এবং পদবি সাব-ইন্সপেক্টর লেখা ছিল।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই জিয়া উদ্দিন জানান, একসময় মনির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মনির পুলিশ পরিচয়ে দোকান থেকে টাকা দাবি করতেন এবং পণ্য নিয়ে যেতেন। টাকা চাইলে তিনি খারাপ ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ডেটাবেইসের মাধ্যমে যাচাই করে জানা যায়, মনিরের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও ভুয়া পুলিশ পরিচয়ের মামলা রয়েছে। ডিএমপির শাহ আলী থানা, ময়মনসিংহের কোতোয়ালি থানা এবং ঈশ্বরগঞ্জ থানায় তাঁর নামে এসব মামলা দায়ের হয়েছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ