হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলায় খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনার পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের নাজির মোল্লার মেয়ে। মিতুকে বাঁচাতে চেষ্টা করেছিল খেলার সাথি প্রতিবেশী রতন চৌধুরীর মেয়ে নাদিবা। বর্তমানে সে অসুস্থ অবস্থায় আছে।

প্রতিবেশী ইমদাদুল হক পলাশ জানান, মিতুর বাবা পেশায় একজন গাড়ি চালক। তিনি ঢাকায় কাজ করেন। তার দুই মেয়ের মধ্যে মিতু ছোট। সন্ধ্যার আগ মুহূর্তে মিতু ও নাদিবা মিলে বাড়ির আঙিনায় বসে খেলা করছিল। খেলার একপর্যায়ে মিতু পানিতে ডুবে মারা যায়। খেলার সাথি নাদিবা তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। পরে নাদিবার চিৎকার শুনতে পেয়ে স্থানীয় এক নারীসহ লোকজন দ্রুত এগিয়ে তাদের উদ্ধার করে। নাদিবাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও মিতুকে অনেকটা নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয়। নাদিবাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মিতুকে তাৎক্ষণিক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মিতুকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে চাকিরতালুক কবরস্থানে দাফন করা হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির