হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বিসিকে গ্যাসের পাইপ ফেটে আগুন, বন্ধ সংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় সড়কে গ্যাসলাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টায় ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর থেকে বিসিকসহ আশপাশের এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। মূলত বিসিকের সামনের সড়কে নির্মাণকাজ চলছে। এক্সকাভেটর দিয়ে খনন করার সময় সড়কের নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায়। সঙ্গে সঙ্গেই আগুনের সূত্রপাত ঘটে। গ্যাসের চাপের কারণে আগুনের শিখা প্রায় ৩০ ফুট ওপরে উঠে যায়। রাস্তার সঙ্গে থাকা কয়েকটি টিনশেড দোকানে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়।’ 

তিনি বলেন, ‘প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের মোট ছয়টি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। বর্তমানে পাইপ সংস্কারের পাশাপাশি পুরো এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। সংস্কার শেষে ফের গ্যাসলাইন চালু করা হবে।’ 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন বলেন, ‘আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিন-চারটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়ে আমাদের তদন্তকাজ চলবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট