হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় মোসাদ্দেক আলী ফালু খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।

২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’