হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদককে পুলিশে দিল ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে আটক হন ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান (ফারহান আরিফ)। বর্তমানে ছাত্রদলের এই নেতা পুলিশ হেফাজতে রমনা থানায় রয়েছেন বলে জানা গেছে।

ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আটকের অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ঢাবির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ফারহান আরিফকে হলে নিয়ে যান, সেখান থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। শাহবাগ থানা থেকে স্থানান্তর করে তাঁকে রমনা থানায় পাঠানো হয়। আমরা খোঁজ নিয়ে দেখেছি, তিনি রমনা থানায় রয়েছেন। ছাত্রলীগ ও পুলিশ মিলে যে ভয়ের রাজত্ব তৈরি করেছে, তার শৃঙ্খল ভেঙে ফেলা হবে এবং অবিলম্বে ফারহান আরিফের মুক্তি দাবি করেন আরিফুল ইসলাম।

তবে শহীদুল্লাহ্ হলে কাউকে ধরে নিয়ে আসা হয়নি বলে মন্তব্য করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘সে (ফারহান আরিফ) বর্তমানে শিক্ষার্থী নয়। শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ দিচ্ছিল, বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় জড়িত বলে অভিযোগ দিচ্ছিল। তারা (শিক্ষার্থীরা) পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ এসে দেখে তার বিরুদ্ধে মামলা রয়েছে। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।’

রমনা থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আব্দুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরিফকে আটকের পর শাহবাগ থানা থেকে রমনা থানায় নিয়ে আসা হয়েছে ৷ তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ