হোম > সারা দেশ > ঢাকা

স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ কল করে স্ত্রীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। হত্যার পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে হত্যার বিষয়টি জানান। স্ত্রী বানু বেগম (৩১) জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।

আজ বৃহস্পতিবার সকালে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল টেকার কনস্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও এলাকার শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। হত্যার দায়ে স্বীকার করা স্ত্রী বানু বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার হরিপুর দেউলি এলাকার।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তাঁর স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন। অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ