হোম > সারা দেশ > ঢাকা

স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ কল করে স্ত্রীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। হত্যার পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে হত্যার বিষয়টি জানান। স্ত্রী বানু বেগম (৩১) জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।

আজ বৃহস্পতিবার সকালে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল টেকার কনস্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কান্দিগাঁও এলাকার শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। হত্যার দায়ে স্বীকার করা স্ত্রী বানু বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার হরিপুর দেউলি এলাকার।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তাঁর স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন। অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল