হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বিএনপির পদযাত্রা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছেন টঙ্গী পূর্ব থানার নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নেন। 

বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার আনারকলি এলাকায় এসে পদযাত্রাটি শেষ হয়। 

এ সময় নেতাকর্মীদের হাতে ছিল সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি লেখা সংবলিত বিভিন্ন প্ল্যকার্ড। তবে নেতা-কর্মীদের মুখে ছিল না কোনো স্লোগান। 

টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে পদযাত্রার কর্মসূচিতে অংশ নেন শতাধিক নেতাকর্মী। পদযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান অতিক্রম করে। 

পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্যসচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফি, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুরুজ আহমেদ, টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা বেনজীর রহমান খান, স্বেচ্ছাসেবক দল নেতা সুবেল প্রধান, সিরাজুল ইসলাম সাথি, নুরই মোস্তফা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ