হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সেনাবাহিনীর মামলায় ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সেনাবাহিনীর দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গোপালগঞ্জের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আকিকুর রহমান রুসাদ ও র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী ও গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা। 

এর আগে গত ১০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের সময় সেনাবাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর–অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২২ আগস্ট ১০৬ জনের নাম উল্লেখ ও ৩০০০ থেকে ৩২০০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট