হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফায়ার সার্ভিসের বর্ণিল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 

আজ শনিবার বেলা ৩টা থেকে ফায়ার সার্ভিসের শোভাযাত্রাটি সদর দপ্তর থেকে শুরু হয়ে কাজী আলাউদ্দিন রোড থেকে শুরু হয়ে বঙ্গবাজার মার্কেট, সরকারি কর্মচারী হাসপাতালের পশ্চিম পাশ দিয়ে গিয়ে হাইকোর্ট মোড় থেকে ঘুরে আবার একই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস অধিদপ্তরে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুসজ্জিত বাদক দল এবং ভলান্টিয়ার অংশ নেন। আনন্দ আয়োজনের এই শোভাযাত্রা থেকে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’; ‘পদ্মা সেতু বিনির্মাণ, শেখ হাসিনার অবদান’; ‘বাংলাদেশ আজ ধন্য, পদ্মা সেতুর জন্য’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। 

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন পদ্মা সেতুর মূল উদ্বোধন অনুষ্ঠানে থাকায় তাঁর পক্ষে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যেমো. ওহিদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন বাধা অতিক্রম করে অকুতোভয় সাহস নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, তার উদাহরণ আজকের পদ্মা সেতুর উদ্বোধন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২