হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে কাভার্ড ভ্যান চাপায় মামাতো-ফুফাতো ভাই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মামাতো-ফুফাতো দুই ভাই নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানউল্লা আমান (৩৫) এবং ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম। তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল থেকে দুই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’ 

কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়েছেন বলে জানান ওসি ইব্রাহীম। তিনি বলেন, ‘নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার থেকে আবেদন করা হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা করা হবে।’

 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন