হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলায় তাড়াইলে প্রতিবাদ সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদর বাজারের রেজওয়ান সুপার মার্কেটের ভোরের কাগজ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন—ভোরের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ৭১ টিভির প্রতিনিধি আবু তাহের, সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. এমদাদউল্লাহ, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আফছর উদ্দিন, নয়া শতাব্দী পত্রিকার উপজেলা প্রতিনিধি মুফতি রুহুল আমিন, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, অনলাইন পোর্টাল দেশের খবর ২৪ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ আয়োজনে সভাপতির বক্তব্যে সুমন মিয়া বলেন, ‘ভোরের কাগজ পত্রিকায় মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে গত ১৫ মে কুমিল্লায় মিথ্যা ও হয়রানিমূলক দায়েরকৃত ১০ কোটি টাকার মানহানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই।’

এ সময় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়ের করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। 

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা