হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে গণিতে মজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ২ শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্বর্ণপদক পাওয়া ২ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে গণিতে এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের দুই কৃতী শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলার শিক্ষক মিলনায়তনে এই পদক দেওয়া হয়।

পুরস্কার পাওয়া দুই শিক্ষার্থী হলেন বিএসসি (অনার্স) ২০২২ ব্যাচের মনিরা আক্তার এবং এমএসসি ২০২১ ব্যাচের খন্দকার ফখরুল আলম।

এ সময় দুই শিক্ষার্থীর হাতে এক ভরি ওজনের স্বর্ণের পদক এবং ১৫ হাজার ও ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকেরা তাঁদের নির্বাচিত করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম বলেন, ‘এই ফাউন্ডেশন দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছে। এর মধ্যে কলেজ হিসেবে রয়েছে শুধু ফরিদপুরের রাজেন্দ্র কলেজ। এ এফ মজিবুর রহমানের জীবনের যত অর্জন সব এই ফাউন্ডেশনে দান করে গেছেন। বাইরে থেকে কোনো ডোনেশন আমরা নিই না।’

এম নুরুল আলম আরও বলেন, এখন বিজ্ঞান ও গণিতে মানুষের আগ্রহ কমে গেছে। বিজ্ঞানের উৎকর্ষ না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গণিতচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের ট্রাস্টি লোনা থর্সডাল রহমান, উপাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, গণিত বিভাগীয় প্রধান মো. ফয়জুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম, সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান।

এ সময় দুই শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে সাফল্যের পেছনে সব শিক্ষক ও তাদের মা-বাবার অবদানের কথা তুলে ধরেন। এ ছাড়া কলেজটিতে এ এফ মজিবুর রহমান ভবন নির্মাণের দাবি জানান।

প্রসঙ্গত, আবুল ফয়েজ মুজিবুর রহমান ১৮৯৭ সালের ২৩ সেপ্টেম্বর ফরিদপুরের গেরদায় জন্মগ্রহণ করেন। ফরিদপুর জিলা স্কুলের পাঠ শেষ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২০ সালে বিশুদ্ধ গণিতে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির প্রাপ্ত নম্বরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক