হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, প্রায় ১১ লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ফারুক তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে বলে এই অভিযোগ করেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের লোহার গ্রিল কেটে বাসায় ঢোকে ডাকাত দল। তাদের কাছে থাকা পিস্তল, ধারালো অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, ১১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে বেরিয়ে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। 

বাড়ির মালিক ফারুক অভিযোগ করে বলেন, ‘রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে ছয়-সাতজন ডাকাত পিস্তল ও ধারালো ছুরি দেখিয়ে আমার ছেলে ও পরিবারের অন্যদের জিম্মি করে সব লুটে নেয়। বৃহস্পতিবার ভোরে পুলিশে খবর দিই। ডাকাতির মামলা করব।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। ঘটনার সময় বাড়ির সিসিটিভি বন্ধ ছিল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট