হোম > সারা দেশ > ঢাকা

চলে গেলেন জ্যোতিষী ও গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলে গেলেন জনপ্রিয় জ্যোতিষী ও গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্লিনিকের কর্মকর্তা গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে এ খবর নিশ্চিত করেছেন। কাওসার আহমেদ চৌধুরী কোভিড, নিউমোনিয়াসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

‘এই রুপালি গিটার ফেলে’; ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’; ‘যেখানে সীমান্ত তোমার’; ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’; ‘এলোমেলো বাতাসে’; ‘কবিতা পড়ার প্রহর এসেছে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। 

১১ ফেব্রুয়ারি দুপুরে কাওসার আহমেদ চৌধুরীর রক্তে হিমোগ্লোবিন বিপজ্জনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের (বি পজিটিভ) প্রয়োজন পড়ে। পরবর্তী সময়ে তাঁকে রক্ত দেওয়া হয়। করোনাভাইরাসেও আক্রান্ত ছিলেন তিনি। 

অনেক দিন ধরে কিডনি ও স্নায়বিক জটিলতায় ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন পারিবারিক চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি ক্লিনিকে। 

কাওসার আহমেদ চৌধুরীর লেখা অসংখ্য গান গেয়েছে ফিডব্যাক, এলআরবি, মাইলসের মতো ব্যান্ড। এ ছাড়া সামিনা চৌধুরী, লাকী আখান্দ্‌, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো শিল্পীরাও তাঁর লেখা গান তুলে নিয়েছেন নিজেদের কণ্ঠে। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু