হোম > সারা দেশ > টাঙ্গাইল

পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাজিম সিকদার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে বংশাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর সপ্তম শ্রেণির ছাত্র নাজিম সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হাঁটুভাঙা এলাকার নদীতে তার লাশ ভেসে উঠলে স্বজনেরা গিয়ে তা উদ্ধার করে।

নাজিম মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম মরদেহ উদ্ধার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশে পিকনিকে যাচ্ছিল নাজিম। হাঁটুভাঙা ব্রিজ পার হওয়ার সময় নৌকার ছাদে ডিজে গানের তালে নাচতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় সে। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পর্যন্ত অভিযান চালায়, তবে নাজিমকে পাওয়া যায়নি।

রোববার সকাল ৮টার দিকে হাঁটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত ও উদ্ধার করেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি