হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী তানভীর আহমদ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে চাকরি হতে সময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাতে স্বাক্ষরিত এই দপ্তর আদেশ 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের 'নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প' এর আওতায় ৭৫ নং ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ি সংলগ্ন দেব দোলাইখালের ওপর সেতু নির্মাণকাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সব বিল পরিশোধ করা হয়েছে মর্মে' প্রকাশিত সংবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে প্রকল্পের পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা ও চাকরি হতে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

'সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন' এবং 'যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো' বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট