হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজ তরুণের লাশ মিলল জমিতে, পাওয়া যায়নি ইজিবাইক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জাকির হোসেন (১৯)। আজ সোমবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জাকির লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলটারি গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। 

এর আগে, গত ৬ ডিসেম্বর বন্দরের কদম রসূল কলেজ এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় তিনি। পরে ৭ ডিসেম্বর তাঁর বাবা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে মহনপুর কবরস্থান সংলগ্ন জমিতে লাশ পরে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে লাশটি শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এই বিষয়ে বন্দর থানার পরিদর্শক আবু বক্কর সিদ্দিক (তদন্ত) বলেন, ‘ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা তাঁকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু