হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চার্জার ফ্যানের আগুনে একই পরিবারে ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।

আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’

আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
 
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ