ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী (১৫ এপ্রিল-০২ মে) ক্যাপষ্টোন কোর্স আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাপষ্টোন ফেলোদের সনদপত্র বিতরণ করেন।
আইএসপিআর জানায়, তিন সপ্তাহব্যাপী এই কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট নেতাসহ মোট ৩১ জন ফেলো অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ফেলোদের প্রতি আহবান জানান।