হোম > সারা দেশ > ঢাকা

‘ওসি মনিরুলের বিশাল সম্পদ’ এভাবে চলতে পারে না, বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার রমনা থানার ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ এবং বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আজ বুধবার রিট দায়েরের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে হাইকোর্ট বলেন, এভাবে চলতে পারে না। এভাবে চলতে দেওয়া যায় না।

আদালত ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ওসির বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব।’

এরপর আদালত শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর ওসির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৮ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তখন আদালত ব্যারিস্টার সুমনকে লিখিত আবেদন করতে বলেন। সে অনুযায়ী আজ (বুধবার) রিট করা হয়। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ