হোম > সারা দেশ > ঢাকা

প্রতিবন্ধীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’ 

ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। 

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।  

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর