হোম > সারা দেশ > গাজীপুর

টিনের চালে আটকে ছিল বিদ্যুতায়িত যুবকের লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদরে একটি দোকানের টিনের চাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের বহুতল ভবন থেকে চালের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারণা—চাল কেটে দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার মাস্টার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত যুবকের নাম—রাসেল মিয়া (৩০)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার আকবর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার রাতে কোনো এক সময় মাস্টার বাড়ি এলাকায় মোবাইলের চার্জার, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের দোকানের টিনের চালের ওপর ওঠেন রাসেল মিয়া। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার সকালে পাশের একটি বহুতল ভবন থেকে চালের ওপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা দোকান মালিককে কল দিয়ে বিষয়টি জানায়। পরে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দোকানের মালপত্র চুরি করার জন্য রাসেল মিয়া টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট