হোম > সারা দেশ > ঢাকা

কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দারুস সালামে কলেজশিক্ষার্থী আব্দুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় তানভীর হোসাইন আরিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‍্যাব সদস্যরা। আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব–৪–এর (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে আরিফকে (২৩) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভুক্তভোগী আব্দুর রহমান মিরপুরের একটি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। ৩ মার্চ এক বন্ধুর জন্মদিন পালন শেষে অন্য দুই বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে দারুস সালাম এলাকায় পৌঁছলে আরফিকে মাদক সেবনে বাধা দেন। তখন ভুক্তভোগীর সঙ্গে আরিফের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে সহযোগীদের সঙ্গে পালিয়ে যান আরিফ। গুরুতর জখম অবস্থায় আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ মার্চ দারুস সালাম থানায় মামলা দায়ের করে আব্দুর রহমানের পরিবার। এর পর থেকেই পলাতক ছিলেন আরিফ।

র‍্যাব–৪–এর (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আরিফ চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার। সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ