হোম > সারা দেশ > ঢাকা

কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দারুস সালামে কলেজশিক্ষার্থী আব্দুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় তানভীর হোসাইন আরিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‍্যাব সদস্যরা। আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব–৪–এর (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে আরিফকে (২৩) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভুক্তভোগী আব্দুর রহমান মিরপুরের একটি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। ৩ মার্চ এক বন্ধুর জন্মদিন পালন শেষে অন্য দুই বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে দারুস সালাম এলাকায় পৌঁছলে আরফিকে মাদক সেবনে বাধা দেন। তখন ভুক্তভোগীর সঙ্গে আরিফের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে সহযোগীদের সঙ্গে পালিয়ে যান আরিফ। গুরুতর জখম অবস্থায় আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ মার্চ দারুস সালাম থানায় মামলা দায়ের করে আব্দুর রহমানের পরিবার। এর পর থেকেই পলাতক ছিলেন আরিফ।

র‍্যাব–৪–এর (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আরিফ চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার। সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার