হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে গজারি বন থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গজারি বন থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে রাজাবাড়ী ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের ঘন গজারি বনের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, রোববার সকালে স্থানীয়রা বনের পাশ দিয়ে হাঁটাচলার সময় ভেতর থেকে গন্ধ পায়। এরপর ভেতরে ঢুকে মরদেহটি দেখতে পায়। শ্রীপুর থানার পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক তিন-চার দিন আগে ওই নারীকে দুর্বৃত্তরা হত্যা করে এবং কোনো এক সময় লাশটি ফেলে গেছে। স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেননি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিল ডিবি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এক বাসায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১