হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

হামলার শিকার বাসচালক নয়ন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচালকের সঙ্গে তর্কের জেরে বিএনপি নেতা ইকবাল হোসেন ও তাঁর লোকজনের বিরুদ্ধে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নয়ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসিয়ান এসি বাসের চালক। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপি নেতা ইকবাল হোসেন। ছবি: সংগৃহীত

গাড়িচালকের দাবি, তর্কের সময় উঁচু গলায় কথা বলার অপরাধে তাঁকে মারধর ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতার অনুসারীরা। অভিযুক্ত বিএনপি নেতা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।

আহত নয়ন বলেন, “আমি ঢাকার গুলিস্তান থেকে গাড়ি চালিয়ে আসছিলাম। সায়েদাবাদে জ্যাম থাকার সময় গাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে থামে। দ্রুত ব্রেক করায় গাড়ির যাত্রীদের ঝাঁকি লাগে। এ সময় সেই নেতা বলেন, ‘কী রে, কেমনে গাড়ি চালাস?’ এ নিয়ে তর্ক হলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। গাড়ি সানারপাড় আসার পর ২৫-৩০ জন কর্মী এসে আমার গাড়ি ভাঙচুর করে ও আমাকে মারধর করে। আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় গ্লাস ভেঙে আমার মাথা কেটে যায়। পরে তাঁর কাছে মাফ চেয়ে আমি নিস্তার পাই। বিষয়টা মালিকপক্ষকে জানিয়েছি। তারা যেটা বলবে সেটাই করব।’

এদিকে মিনহাজ আমান নামে বাসের এক যাত্রী অভিযোগ করেন। বাস ভাঙচুরে নিষেধ করায় তাঁকেও লাঞ্ছিত করে ইকবাল হোসেনের লোকজন।

আসিয়ান বাস মালিকদের একজন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি একটু দূরে আছি।’

ভাঙচুর করা বাস। ছবি: সংগৃহীত

তবে আরেক বাসমালিক নাম গোপন রাখার শর্তে বলেন, ‘এটা নিজেরা নিজেরা আপস করে ফেলব।’

এ বিষয়ে বিএনপি নেতা ইকবাল হোসেন বলেন, “গাড়ির ড্রাইভার বাজে আচরণ করেছে। ওরে ভালোভাবে গাড়ি চালাতে বলায় আমাকে বলে’ আপনে গাড়ি চালান’। আমি বলছি সাইনবোর্ড রাখ তোর ব্যবস্থা নিচ্ছি। ও আমাকে বলে এমন ফাপড় অনেকেই দেয়। আর ও মাফ কখন চেয়েছে? আমার চিন্তা ছিল কানা ধরিয়ে দিয়ে ছেড়ে দেব। কিন্তু পাবলিক তো আর এটা বুঝে না।”

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন