হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মুকুলে খুশি ঘিওরের আমচাষিরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

গাছগুলোতে মুকুলের মিষ্টি ঘ্রাণ আর হলুদ বর্ণে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যে। আবহাওয়া ভালো থাকলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন আমচাষি ও স্থানীয় কৃষি বিভাগ। 

ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে কমবেশি আমগাছ। এ ছাড়া বাণিজ্যিক ভিত্তিতে কিংবা শখের বশে আমবাগান করা হয়েছে প্রায় অর্ধশত। বিভিন্ন নার্সারিতে মুকুলসহ আমের চারা শোভা পাচ্ছে। এবার মুকুলের ভারে ডালপালা নুড়ে পড়ছে বেশির ভাগ গাছের। মুকুলের সমারোহ দেখে বাড়ির লোকজনের মধ্যে বইছে আনন্দ। অনেকেই মুকুল রক্ষা করার জন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন। গাছের যত্নে মনোযোগী হয়ে উঠছেন চাষিরা। 

বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের আয়নাল হোসেন জানান, এবার গাছে মুকুল অনেক বেশি। প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের ফলন বেশি হবে। 

পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের আমবাগানের মালিক মো. আবুল হোসেন জানান, বাগানের আমগাছে মুকুল আসা শুরু করেছে। মুকুল আসার পর থেকে গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করছি। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে বালাইনাশক স্প্রে করছি। 

দুর্গাবাড়ি এলাকার পলাশ সরকার চার বছর আগে বাণিজ্যিকভাবে শুরু করেন আম চাষ। তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে থেকে আমার বাগানের অর্ধশত আমগাছে মুকুল আসে। কিছু গাছে আমের গুটি বের হচ্ছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এই অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলের যথাযথ পরিচর্যা না করলে আমের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। আমগাছে ফুল আসার ১৫ দিন আগপর্যাপ্ত সেচ দিতে হবে। ফুল ফোটার সময় মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলে বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। এ ব্যাপারে কৃষকদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি, এ বছর আমের ফলন ভালো হবে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির