হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের নমুনা ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে সাড়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করার সময় এ অর্থদণ্ড করে কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় জেলা শহরের গাইটাল বটতলা এলাকার হাজী ফার্মেসিকে ৫ হাজার টাকা, জেলা শহরের স্টেশন রোড এলাকার সাফা মেডিকেল হলকে ৫ হাজার ও একই এলাকার ওয়ালিউল্লা মেডিকেল হলকে ৫০০ টাকা অর্থদণ্ড করে ভোক্তা অধিকার। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। 

কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নমুনা ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের অর্থদণ্ড করা হয়। 

এসব ওষুধ ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক