দেশ, জাতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ইমেজ ক্ষুণ্ন করে ইউটিউব ও ফেসবুকে থাকা এমন ভুয়া নিউজ, ছবি, ভিডিওর ছয়টি লিংক অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুন্সী মনিরুজ্জামান, অ্যাডভোকেট ইউসুফ খান ও ব্যারিস্টার আরাফাত হোসেন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
এর আগে গত ২৮ আগস্ট ওই রিট দায়ের করা হয়। তার আগে ২১ আগস্ট নোটিশ পাঠানো হয়। তবে নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।