হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠান, ভোগান্তিতে পথচারী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সীমানা প্রাচীরের সামনের ফুটপাতে হাঁটার জায়গা সহ মূল রাস্তার প্রায় অর্ধেক দখল করা হয়েছে। আর সেখানে ফল, কাঁচামাল, চা ও মুদি দোকান গড়ে তোলার ফলে একদিকে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে রোগী ও শিশু শিক্ষার্থী, অন্যদিকে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। 

এ ছাড়াও ফুটপাত দখল করে দোকান তৈরি করায় করোনার টিকা নিতে আসা সাধারণ মানুষ রাস্তার ওপর লাইনে দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিতে আসা সাধারণ মানুষ ফুটপাতে জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর লাইনে দাঁড়িয়ে আছে। এতে দুর্ঘটনাসহ সীমাহীন যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও হাসপাতাল থেকে শুরু করে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সীমানায় বিভিন্ন রকমের পসরা নিয়ে ফুটপাত ও ফুটপাত সংলগ্ন রাস্তা দখল করে দোকান তুলে চা-পান, রিকশার ওয়ার্কশপ, ফল ও মুদি দোকান দিয়ে বসেছেন। এ ছাড়া কিছু অসাধু ব্যবসায়ী হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। 

জামপুর থেকে টিকা নিতে আসা সাইফুল ইসলাম জানান, টিকা নিতে এসে দেখি দীর্ঘ লাইন। তাঁর ওপর আবার ফুটপাত দখল করে দোকান থাকায় রাস্তায় একাংশ দখল করে দাঁড়াতে হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনায় আশঙ্কা রয়েছে। রাস্তায় যানজট তো লেগেই আছে। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোনারগাঁয়ে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫ লাখ লোকের জন্য একটি মাত্র সরকারি হাসপাতাল। টিকা নিতে প্রতিদিন হাসপাতালে আসে প্রায় হাজারের বেশি মানুষ। নিয়মিত রোগীরাও চিকিৎসা সেবা নিতে আসে। সোনারগাঁ উপজেলা সংলগ্ন কুশিয়ারা ব্রিজ পার হয়ে বৈদ্যের বাজার রাস্তায় হাসপাতালের পুরো সীমানা জুড়ে ছোট ছোট দোকান বসিয়েছেন অবৈধ দখলদারেরা। ফুটপাত দখল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা, কর্মব্যস্ত মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরা। 

অপর দিকে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটপাত দখল হয়ে যাওয়ায় শিশু শিক্ষার্থীদের চলতে গেলেই সব সময় বিপাকে পড়তে হয়। পায়ে হাঁটার রাস্তা দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে মূল সড়কেই ঝুঁকি নিয়ে পথ চলে। এতে ঘটছে দুর্ঘটনা। একই সঙ্গে বাড়ছে অস্থিরতা ও অসুস্থ হয়ে পড়া মানুষের সংখ্যা। 

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, জনসাধারণ যাতে নির্বিঘ্নে তাদের পায়ে হাঁটার পথ দিয়ে চলতে পারে সে জন্য দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট