হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ৩২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

জাবি প্রতিনিধি 

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক অধিবেশনে বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকার সংশোধিত বাজেট সিনেটে পাস হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা খাতে। এ খাতে বরাদ্দ হয়েছে মূল বাজেটের ৫৬ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে স্বাস্থ্যসেবায় বরাদ্দ মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ।

শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। সিনেটরদের আলোচনার পর বাজেট পাস হয়।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, বেতন-ভাতায় ১৮১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা (৫৬.২৪%), সেবা খাতে ৭২ কোটি ৮০ লাখ টাকা (২৩.৩১%), পেনশন ও অবসর সুবিধায় ৩৮ কোটি ৭৭ লাখ টাকা (১১.৯৯%), গবেষণা ও উদ্ভাবনে ৯ কোটি ২৩ লাখ টাকা (২.৮৫%), প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় ৪৫ লাখ টাকা (০.১৪%), যানবাহন ক্রয়ে ২ কোটি ২৮ লাখ টাকা (০.৭১%) বরাদ্দ করা হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২৩ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ২৭৯ কোটি ৩৫ লাখ টাকা, শিক্ষার্থীদের ফি ৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা, ভর্তি ফরম বিক্রি ২৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা, বিভিন্ন চার্জ ৩ কোটি ৭১ লাখ ২১ হাজার টাকা, সম্পত্তি থেকে আয় ৩৩ লাখ টাকা, অন্যান্য উৎস ১০ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকা। ইউজিসির বরাদ্দ বাদ দিলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা।

বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে একটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি এসি কোস্টার ও একটি বড় বাস কেনার পরিকল্পনা আছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে ১ কোটি টাকা, পুরোনো বৈদ্যুতিক লাইন পুনঃস্থাপন খাতে ২ কোটি টাকা এবং গ্রন্থাগারে আরএফআইডি প্রযুক্তি স্থাপন বাবদ সংশোধিত বাজেটে ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে চলতি অর্থবছরের শেষ নাগাদ (৩০ জুন ২০২৫) পর্যন্ত মোট বাজেট ঘাটতি প্রায় ১০০ কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোষাধ্যক্ষ। তাঁর দেওয়া তথ্যমতে ২০২১-২২ অর্থবছরে ঘাটতি ৩ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা, ২০২২–২৩ অর্থবছরে ১৯ কোটি ৯৬ লাখ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ১৪ কোটি ৫০ লাখ টাকা, ২০২৪–২৫ অর্থবছরে (চলতি) আনুমানিক ২০ কোটি টাকা।

কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, ‘এই আর্থিক চাপের মধ্যে কল্যাণমুখী বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘২০২৩–২৪ অর্থবছরে শুধু পরিবহন খাতে (বেতন ছাড়া) ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে। জাবি স্কুল ও কলেজের জন্য কোনো বরাদ্দ না থাকলেও প্রতিবছর এখানে ১০ কোটি টাকার মতো ব্যয় হয়। এ দুটি খাতই বাজেট ঘাটতি বাড়িয়ে তুলছে।’

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে