হোম > সারা দেশ > ঢাকা

যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলো ঝুলছিল দেয়ালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেয়ালজুড়ে সাজানো শিশুদের পছন্দের অনেক ছবি। মূলত ইকরি মিকরি প্রকাশিত শিশুদের বইয়ে থাকা ছবিগুলো প্রদর্শন করা হয় দেয়ালে। গতকাল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। ছবি: আজকের পত্রিকা

শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে। মেঝেতে রাখা হয়েছে ইয়া বড় বইয়ের একটি রেপ্লিকা। কেউ কেউ সেই বইয়ে আয়েশ করে বসেই পড়তে থাকে।

শিশুদের বই প্রকাশ করে ইকরি মিকরি। ছবির মাধ্যমে সহজবোধ্য করে তোলে পড়া। সেই সব বইয়ে থাকা ছবির ইলাস্ট্রেশনগুলো নিয়ে লা গ্যালারিতে আয়োজন করা হয় প্রদর্শনীর। গতকাল শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। তিনি বলেন, ‘এই এক্সিবিশনের দর্শক শিশুরা। এমন প্রদর্শনী বাংলাদেশে এই প্রথম। খুবই দারুণ কাজ এবং ভিন্ন ধরনের এক প্রদর্শনী।’

ইকরি মিকরির প্রকাশক মাহবুবুল হক বলেন, ‘আমরা ২০১৬ সাল থেকে কাজ করছি। আজকে আমাদের জন্য ভালো দিন। আমরা কাজগুলো একত্র করে দেখাতে পারছি। আমরা কীভাবে কাজ করি, তা সবাই দেখতে পারছে।’

ইকরি মিকরির সহপ্রতিষ্ঠাতা কাকলী প্রধান বলেন, ‘এত সাড়া পেয়েছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। অভিভাবকেরা এসেছেন বাচ্চাদের নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই।’

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়। বাচ্চাদের গান, আবৃত্তিসহ নানা পরিবেশনা ছিল। পাশাপাশি আজ ৩ মে থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন থাকবে গল্প বলা ও গল্প শোনার আসর, শিল্পী ও প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের পাঠ এবং একটি ভিজ্যুয়াল স্টোরি টেলিং কর্মশালা। এ ছাড়া থাকবে টাইপোগ্রাফি কর্মশালা, পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতে বই তৈরির সেশন এবং ৭ মে শিশু অভিনয়শিল্পীদের পরিবেশনায় বটতলা থিয়েটারের নাটক। প্রদর্শনী দেখে কারও বই কিনতে ইচ্ছে করলে তারও সুযোগ রয়েছে। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু