হোম > সারা দেশ > ঢাকা

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেওয়া

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার কিছুক্ষণ পর তা ডিলিট করা হয়েছে। আপলোডের ৩৫ মিনিটের মধ্যেই ভিডিওটি ডিলিট করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি দেখা যায়। পরে ১২টা ৪৯ মিনিটে সেটি সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভিডিও শেয়ার করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এই আইডিটি আমি আসার আগেই তৈরি করা হয়েছে। ভিডিওটি দ্রুত ডিলিট করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, পোস্টটি ডিলিট করার পর সিঙ্গাইর থানার পক্ষ থেকে ওই ফেসবুক পেইজে লিখিত জানানো হয়েছে যে, ফেসবুক স্টোরিতে ভিডিওটি দৃশ্যমান হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে। তবে এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত ঘটনা। ভিডিওটি দেখা মাত্রই দ্রুত ডিলিট করা হয়। থানার পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট