হোম > সারা দেশ > ঢাকা

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেওয়া

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার কিছুক্ষণ পর তা ডিলিট করা হয়েছে। আপলোডের ৩৫ মিনিটের মধ্যেই ভিডিওটি ডিলিট করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি দেখা যায়। পরে ১২টা ৪৯ মিনিটে সেটি সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভিডিও শেয়ার করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এই আইডিটি আমি আসার আগেই তৈরি করা হয়েছে। ভিডিওটি দ্রুত ডিলিট করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, পোস্টটি ডিলিট করার পর সিঙ্গাইর থানার পক্ষ থেকে ওই ফেসবুক পেইজে লিখিত জানানো হয়েছে যে, ফেসবুক স্টোরিতে ভিডিওটি দৃশ্যমান হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে। তবে এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত ঘটনা। ভিডিওটি দেখা মাত্রই দ্রুত ডিলিট করা হয়। থানার পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে