হোম > সারা দেশ > ঢাকা

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেওয়া

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার কিছুক্ষণ পর তা ডিলিট করা হয়েছে। আপলোডের ৩৫ মিনিটের মধ্যেই ভিডিওটি ডিলিট করা হয়।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি দেখা যায়। পরে ১২টা ৪৯ মিনিটে সেটি সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভিডিও শেয়ার করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এই আইডিটি আমি আসার আগেই তৈরি করা হয়েছে। ভিডিওটি দ্রুত ডিলিট করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, পোস্টটি ডিলিট করার পর সিঙ্গাইর থানার পক্ষ থেকে ওই ফেসবুক পেইজে লিখিত জানানো হয়েছে যে, ফেসবুক স্টোরিতে ভিডিওটি দৃশ্যমান হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে। তবে এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত ঘটনা। ভিডিওটি দেখা মাত্রই দ্রুত ডিলিট করা হয়। থানার পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ