নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ঝনককে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোবারক খলিফার জামিন মেলেনি হাইকোর্টে।
আজ বৃহস্পতিবার মোবারাক হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে তা খারিজ করে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ।
ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ বলেন, মোবারক খলিফার আগাম জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। আসামি পক্ষে ছিলেন আইনজীবী সেলিম আহমেদ।