নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেডিং করপোরেশন লিমিটেড (টিসিবি) গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, তেজগাঁও এলাকায় টিসিবির গোডাউনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হয়নি।