হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু, লাশ দেশে আনার দাবি পরিবারের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সন্তান মো. আব্দুল্লাহ আল মাসুম মিয়া (২৬) সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সৌদি আরব থেকে লাশ আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

আজ বৃহস্পতিবার দুপুরে মাসুমের চাচাতো ভাই মো. রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মাসুম পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

মাসুমের পরিবারের সদস্যরা জানান, মাসুম আট বছর ধরে সিঙ্গাপুরে ছিলেন। সাত মাস আগে তিনি সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল মাসুম ওয়ার্কশপে কাজ করতে যান। পরে দিবাগত রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মাসুমের দেহ ছিন্নভিন্ন হয়। 

মাসুমের বাবা আলফাজ উদ্দিন বলেন, ‘দুই ভাই, এক বোনের মধ্যে মাসুম দ্বিতীয়। পরিবারের সচ্ছলতার জন্য মাসুম প্রবাসে যায়। আমার ছেলের দেহটা ছিন্নভিন্ন হয়ে গেছে। এমন মৃত্যু যেন কারও না হয়। তার মরা মুখটাও দেখতে পারব কি না, জানি না। আমরা চাই আমার ছেলের লাশ দেশে আনা হোক।’

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন বলেন, ‘আমার সঙ্গে নিহতের পরিবারের কেউ এখনো যোগাযোগ করেননি। আমরা মরদেহ দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘আমি পাটুয়াভাঙ্গা ইউপির চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করব।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২