ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউএনবির এ কে এম মঈনুদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২২ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
ডিক্যাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বাসসের মো. তানজিম আনোয়ার, বার্তা ২৪ ডটকমের খুররম জামান, দৈনিক সময়ের আলোর এম এ কে জিলানী, চ্যানেল ২৪-এর মোর্শেদ হাসিব এবং দৈনিক জবাবদিহির আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ পদে স্পাইস টিভির এহসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।