হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দুই সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন তিনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎবাবা সবুজ মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে ফতুল্লার শিয়াচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘একটি কিশোরী ও একটি শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎবাবা সবুজকে গ্রেপ্তার করেছি। মেয়ে দুটির মা বাদী হয়ে গতকাল সবুজের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। জবানবন্দির জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, সবুজের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর আকনপাড়া রামনাছড়া গ্রামে। তিনি ফতুল্লার শিয়াচর এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। 

মামলায় এজাহার সূত্রে জানা গেছে, আট বছর আগে ধর্ষণের শিকার হওয়া ওই শিশু দুটির মায়ের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়।

ওই বিচ্ছেদের বছরখানেক পর তাঁর সঙ্গে সবুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে দুটি এক আত্মীয়র বাসায় থাকত। গত বছর রোজার মাসে তারা মায়ের কাছে আসে। গত ২৮ মে সকালে বাসায় ছোট মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন সবুজ। ওই দিন রাতে বাড়ি ফিরলে মেয়েটি মাকে বিষয়টি জানায়। এ সময় বড় মেয়েও মাকে জানায়, সবুজ মিয়া গত ২৩ এবং ২৪ মে রাতে তাকেও ধর্ষণ করেছেন।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ